সংরক্ষিত বনে নির্মিত পাকা ঘর গুঁড়ি দিয়েছে চকরিয়া বন বিভাগ

সংরক্ষিত বনে অবৈধ নির্মিত পাকা ঘর গুঁড়ি দিয়েছে চকরিয়া বন বিভাগ

মোহাম্মদ উল্লাহ (কক্সবাজার) : চট্টগ্রামের দক্ষিণ বনবিভাগের বার বাকিয়া রেঞ্জের পহর চাঁদা বিটের শীলখাালী মৌজার জারুল বুনিয়া নামক স্থানে সরকারী সংরক্ষিত বনভুমিতে অবৈধভাবে সদ্য নিমির্ত পাকা ঘর সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছে দক্ষিণ বনভিাগ।

বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকালে বারবাকিয়া রেঞ্জারের রেঞ্জ কর্মকতা মোহাম্মদ সাইফুল ইসলাম ও পহর চাঁদা বিটের স্টাফ এবং ভিলিজার নিয়ে শিলখাালী মৌজার জারুল বুনিয়া নামক স্থানে এ অভিযান চালানো হয়।

জানতে চাইলে এ বিষয়ে বারবাকিয়া রেঞ্জ কর্মকতা বলেন, অভিযানে সদ্য নির্মিত পাকা ঘর সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রামের দক্ষিণ বনভিাগ। েয়া হয়েছে। সেখান থেকে ঘর তৈরির সরঞ্জাম জব্দ করে নিয়ে আসা হয়। রেঞ্জ কর্মকর্তা আরো জানান, কেউ সরকারী সংরক্ষিত বনভিাগের জায়গা দখল করে অবৈধ ভাবে বাড়ি ঘর নির্মাণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে।