দুদকের পাতা ফাঁদে আটক চসিক’র রাজস্ব কর্মকর্তা

ঘুষের টাকাসহ চসিক’র রাজস্ব কর্মকর্তা আটক। ছবি সংগৃহীত

চট্টগ্রাম : অবশেষে দুদকের পাতা ফাঁদে আটকে গেলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব সার্কেলের কর্মকর্তা আলী আকবর। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঘুষের টাকাসহ আলী আকবরকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ পরিচালক মো. মোশাররফ হোসেন জানান, রুপালি আবাসিক এলাকার জামাল উদ্দিন নামের এক ব্যক্তি দুদকে অভিযোগ করেছেন চসিকের রাজস্ব সার্কেল ২-এর উপ কর কর্মকর্তা আলী আকবর হোল্ডিং ট্যাক্স নির্ধারণ ও নাম পরিবর্তনের জন্য ৪০ হাজার টাকা ঘুষ দাবি করেছেন। এরপর আমরা আলী আকবরকে হাতেনাতে ধরার জন্য চান্দগাঁও থানা পুলিশের সহযোগিতায় ফাঁদ পাতি। জামাল উদ্দিন ২০ হাজার টাকা আলী আকবরকে দেওয়ার সময় হাতেনাতে ধরে ফেলি।

আলী আকবরকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে মোশাররফ হোসেন জানান, তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বেলা দুইটায় তিনি জানান, আলী আকবরের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা রেকর্ড হয়েছে। মামলা নম্বর ৭।

ঘুষ দাবি ও গ্রহণের অভিযোগ অস্বীকার করে আলী আকবর বাংলানিউজকে বলেন, আমার কাছ থেকে ঘুষের কোনো টাকা পায়নি দুদক কর্মকর্তারা। আমার পকেটে আছে মাত্র ৩২৪ ট‍াকা। আগ্রাবাদ থেকে অফিসে এসে বসার পর আমাকে ঘিরে ফেলা হয়। এরপর ঘুষের কথা বলে ফাঁসিয়ে দেওয়া হয়।ঘুষের টাকাসহ চসিক কর্মকর্তা আটক
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, চসিকের টিও হওয়ার জন্য পাঁচ-ছয়জন লাইনে আছে। হয়তো কেউ ষড়যন্ত্র করেছে। আবার সিটি করপোরেশনের চলমান অ্যাসেসমেন্ট (কর পুনর্মূল্যায়ন) বানচাল করার জন্যও ষড়যন্ত্র হতে পারে।

চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানিয়েছেন, চসিকের কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ-দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। এক্ষেত্রে আলী আকবর যদি দোষী প্রমাণিত হয় তবে অবশ্যই শাস্তি পেতে হবে, কোনো ছাড় নেই।

শেয়ার করুন