চকরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান

কক্সবাজার প্রতিনিধি : চকরিয়া পৌরসভার বালিকা উচ্চ বিদ্যালয়ের সড়কের উভয় পাশে গাড়ী পার্কিং রেখে মালামাল উঠানামার অপরাধে এবং হোটেল ও রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন ও মুদির দোকানে মূল্য তালিকা না টাঙ্গানোর অভিযোগে জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৩ এপ্রিল) দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত চকরিয়া পৌর শহরের চিরিংগা স্টেশনে এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় উপস্তিত ছিলেন চকরিয়া থানার এসআই অপু বড়ুয়াসহ তার সংগীয় ফোর্স। তাৎক্ষনিক বেশ কয়েকটি দোকানকে সর্তক করা হয়।

অপরদিকে, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান বলেন, জনসচেতনতা সৃষ্টি এবং সাধারণ মানুষের দূর্ভোগ লাঘবের জন্য ও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শেয়ার করুন