ভ্রাম্যমান আদালতের অভিযান
মাতামুহুরী থেকে ১১টি বালি ভর্তি ট্রাক জব্দ

কক্সবাজার প্রতিনিধি : চকরিয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে বালি ভর্তি ১১টি ট্রাক জব্দ করেছে।

বুধবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় মাতামুহুরীর নদীর ব্রীজ পয়েন্টে সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার ইখতিয়ার উদ্দিন মো. আরাফাতের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান চালায়।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার ইখতিয়ার উদ্দিন মো. আরাফাত বলেন, দীর্ঘদিন ধরে একদল বালিখেকো মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে ব্যবসা করে আসছিল। এতে করে বর্ষা আসলেই মাতামুহুরী নদীর দু’পাড় ভেঙ্গে হাজার হাজার ঘর-স্কুল-মাদ্রাসাসহ নানা স্থাপনা নদীতে বিলীন হয়ে যায়। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে মাতামুহুরী নদীর ব্রীজ পয়েন্টে অভিযান চালায়। এসময় বালি ভর্তি ১১টি ট্রাক জব্দ করি।

এসব গাড়ি ও অবৈধ বালি ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন