মিশর ভ্রমণে বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষ ও খাটো নারী

সুলতান কোসেন ও জ্যোতি আমজি। ছবি- সংগৃহীত

বিশ্বের সবচেয়ে লম্বা মানুষটির নাম সুলতান কোসেন। তুরস্কের অধিবাসী কোসেনের উচ্চতা ৮ ফুট ৯ ইঞ্চি। আর সবচেয়ে খাটো নারী ভারতের জ্যোতি আমজি। ২ ফুট ৬ ইঞ্চি উচ্চতা তার। সম্প্রতি এ দু’জন মানুষ মিশরের পর্যটন বিভাগের আমন্ত্রণে দেশটি ভ্রমণ করছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, মিশরের পর্যটন বিভাগের আমন্ত্রণে তারা সে দেশে গিয়েছেন। মিশরের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতেই কর্তৃপক্ষের এ উদ্যোগ। কোসেন ও জ্যোতি একসঙ্গে নীল নদের পশ্চিম তীরে অবস্থিত গিজার পিরামিডের সামনে ফটোশ্যুটে অংশ নেন। বেশ কিছু ছবি তোলেন তারা। পরে তা বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ পায়। এগুলো লাইক ও শেয়ার হয় অসংখ্য।

‘পিটুইটারি জাইগান্টিজম’ নামে এক বিশেষ শারীরিক কন্ডিশনের কারণে কোসেন এমন অস্বাভাবিক লম্বা হয়ে যান। ২০০৯ সালে তাকে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের স্বীকৃতি দেওয়া হয়। ইতিহাসে মাত্র ১০ জন ব্যক্তি পাওয়া যায়, যাদের উচ্চতা ৮ ফুটের বেশি।

শেয়ার করুন