রমানন্দ পালিত হত্যা
ফটিকছড়ির ফোরকান সেজেছিল মামুন!

 

গ্রেফতার ফোরকান ওরফে মামুন

চট্টগ্রাম : ফোরকান ফটিকছড়ির দৌলতপুর স্কুল রোডের মৃত দেলা মিয়ার ছেলে ফোরকান। পাঁচ লাখ টাকা আত্মসাতের উদ্দেশ্যে রাউজান পৌরসভার ঢেউয়া গ্রামের বাসিন্দা ও নাজিরহাট রেলস্টেশন মাস্টার রমানন্দ পালিতকে (৬৫) হত্যা করেন ২০১৫ সালের ফেব্রুয়ারী মাসে।

হত্যার পর ফোরকান নাম বদল করে নতুন নাম (মামুন) নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। ইলেকট্রনিক অ্যান্ড হার্ডওয়ার ব্যবসা ছেড়ে বেছে নেন হোটেলের চাকরী। এরপর কক্সবাজারে কলার ব্যবসা শুরু করেন ছদ্মবেশী ফোরকান। তবুও শেষ রক্ষা হলো না। অবশেষে ধরা পরেন পুলিশের জালে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) কক্সবাজার পৌরসভার অ্যান্ডারসন রোড থেকে তাকে গ্রেফতার করেছে পিবিআই।

পুলিশ জানায়, রমানন্দ পালিতকে হত্যার পর ফোরকান নাম বদলে মামুন নামে কক্সবাজারে কলার ব্যবসা করছিল। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি নাজিরহাটে ফোরকানের ভাই ভাই ইলেকট্রনিক অ্যান্ড হার্ডওয়ার দোকানের পেছন থেকে রমানন্দের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

পিবিআই চট্টগ্রামের ইন্সপেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর জানান, ফোরকান রমানন্দের পাঁচ লাখ টাকা ফেরত না দিয়ে তাকে খুন করে। এরপর সে আত্মগোপন করে কক্সবাজার চলে যায়। সেখানে সে মামুন নামে সবার কাছে পরিচয় দেয়। প্রথমে লোহাগাড়া নামের একটি হোটেলে চাকরি করে। পরে অ্যান্ডারসন রোডে একটি দোকানে কলার ব্যবসা শুরু করে। পরে তাকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন