জনতার মঞ্চের সংবাদ সম্মেলন
৩ দফা দাবিতে ফের অবস্থান কর্মসূচির ঘোষণা আনোয়ারায়

জনতার মঞ্চের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন সমন্বয়ক এইচ এম হুমায়ুন কবির।

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেডের বিভিন্ন কারখানায় স্থানীয়দের ৭০ শতাংশ নিয়োগসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে পুনরায় কর্মসূচি ঘোষণা করেছে জনতার মঞ্চ।

শুক্রবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জনতার মঞ্চের সমন্বয়ক এইচ এম হুমায়ুন কবির।

সূত্র জানায়, কেইপিজেডের বিভিন্ন কারখানায় স্থানীয়দের ৭০ শতাংশ লোক নিয়োগসহ তিন দফা দাবি নিয়ে গত ২৫ ফেব্রুয়ারি থেকে মানববন্ধন, আল্টিমেটাম, পদস্থ কর্মকর্তাদের স্মারকলিপি ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করে জনতার মঞ্চ। তবে এসব আন্দোলন কর্মসূচির দেড় মাস পর আগামী ১২ এপ্রিল কেইপিজেডের ২নং গেইটে আবারও অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে জনতার মঞ্চ।

এ সময় আনোয়ারা উপজেলা যুবলীগের সভাপতি শওকত ওসমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রিদোয়ানুল হক রহিম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অনুপম চক্রবর্তী বাবু ও সোহরাবুল আলম মিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ওসমান গনি মনসুর, আনোয়ারা কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো.আবছার, জনতার মঞ্চের সমন্বয়কদের মধ্যে কামাল উদ্দিন, সরোয়ার কামাল জয়নাল, ওবাইদুল হক মুন্না, ওমর ফারুক, মাসুদ রানা, মো.ইলিয়াছ, মো.ইউসুফ, মামুনুর রশিদ, রফিকুল ইসলাম, মো.হাবিব, মো.কায়সার, রেজাউল করিম, মো.দিদার, ফারুক ও মো.আজিমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন