মেলা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত
চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার এ্যাওয়ার্ড প্রদান ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার এ্যাওয়ার্ড প্রদান ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত ২৬তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে এ্যাওয়ার্ড প্রদান ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তবে মেলা চলবে ১৫ এপ্রিল রাত ১০টা পর্যন্ত।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে চিটাগাং চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ দেলোয়ার হোসেন, চেম্বার সহ-সভাপতি ও মেলা কমিটির কো-চেয়ারম্যান সৈয়দ জামাল আহমেদ বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে চেম্বার পরিচালকবৃন্দ কামাল মোস্তফা চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), এম. এ. মোতালেব, মাহবুবুল হক চৌধুরী (বাবর), ছৈয়দ ছগীর আহমদ, সরওয়ার হাসান জামিল, মোঃ রকিবুর রহমান (টুটুল), অঞ্জন শেখর দাশ ও মোঃ আবদুল মান্নান সোহেল, দক্ষিণ আফ্রিকার অনারারী কনসাল মোঃ সোলায়মান আলম শেঠ, ফিলিপাইনের অনারারী কনসাল এম. এ. আউয়াল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাসান মোঃ হাসনী ও ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, ওম্যান চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আবিদা মোস্তফা, সরকারী উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন ট্রেডবডি নেতৃবৃন্দ, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিসহ নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি বলেন-৩২ হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকা থেকে লাকসাম হয়ে চট্টগ্রাম পর্যন্ত বুলেট ট্রেন চালু করা হবে। এই ট্রেনে মাত্র আড়াই ঘন্টায় ঢাকা যাওয়া সম্ভব হবে। এ প্রকল্প সমীক্ষাধীন রয়েছে। ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ মাত্র ৭২ কি.মি. অবশিষ্ট আছে যা অচিরেই সম্পন্ন হবে। এছাড়া কর্ণফুলী নদীর উপর দিয়ে কালুরঘাট ব্রিজের বিকল্প হিসেবে রেল ও সড়ক সেতু এবং চট্টগ্রাম থেকে দোহাজারী হয়ে রামু-কক্সবাজার ও রামু-ঘুনধুম রেললাইন নির্মাণ করা হবে।

রেল খাতে সরকারের ১৬ হাজার ১৩৫ কোটি টাকা বরাদ্দের উল্লেখ করে মন্ত্রী বন্ধ ১৪০টি রেল স্টেশন পুনরায় চালু করা, রেললাইন ও রেল ব্রিজ সংস্কারে মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকান্ড বর্ণনা করেন। মন্ত্রী বলেন-চট্টগ্রামসহ ব্যবসায়ী সমাজ দেশে শিল্পায়ন ও লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আগ্রাবাদ ডেবা সৌন্দর্য বর্ধনের দায়িত্ব আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম চেম্বারের অনুকূলে বরাদ্দ দেয়ার আশ্বাস প্রদান করেন।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন-বেসরকারী খাতে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের সকল পণ্য এ মেলায় প্রদর্শিত হয়। চট্টগ্রাম নগরীর মানুষের মিলনকেন্দ্র হিসেবে এ মেলা ইতোমধ্যে পরিচিতি লাভ করেছে। প্রতি বছর ২০-৩০ লক্ষ দর্শনাথী এ মেলা পরিদর্শন করেন। তিনি রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে চট্টগ্রাম চেম্বারের অনুকূলে রেলওয়ের জায়গা থেকে একটি স্থায়ী ভেন্যু বরাদ্দ প্রদান এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পার্শ্ববর্তী ডেবাকে হাতির ঝিলের মত রূপান্তর করার লক্ষ্যে এ ডেবা চিটাগাং চেম্বারের অনুকূলে বরাদ্দের অনুরোধ জানান। এছাড়া তিনি ভেলুয়ার দিঘী সংস্কার, রেলওয়ে কন্টেইনার সার্ভিস উন্নত করা এবং ঢাকা-চট্টগ্রাম ট্রেনের সংখ্যা বৃদ্ধি করার জন্য মন্ত্রীর প্রতি আহবান জানান।

চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের সুবিধার্থে পোলোগ্রাউন্ড মাঠের ভাড়া ৫০% কমানোর জন্য রেলমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। এছাড়া তিনি সুষ্ঠুভাবে সিআইটিএফ-২০১৮ সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার জন্য অংশগ্রহণকারী সকল দেশী-বিদেশী প্রতিষ্ঠান, জেলা প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ, র‌্যাব, মেট্রোপলিটন পুলিশ, নগর বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, এনএসআই, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পিডিবি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ দেলোয়ার হোসেন বলেন-চিটাগাং চেম্বার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে চট্টগ্রামের ব্যবসায়ীরা বিশেষ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে পার্টনার কান্ট্রি থাই প্যাভিলিয়ন, স্টেপ ফুটওয়্যার, গাজী গ্রুপ, এপেক্স হুসাইন লিমিটেড, রিংগো রুটি মেকার, আবুল খায়ের মিল্ক প্রোডাক্টস লিমিটেড, হাতিল কমপ্লেক্স লিমিটেড, আকিজ সিরামিক্স লিমিটেড, আরএফএল প্লাষ্টিক লিমিটেড, লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড এবং নাভানা ফার্নিচার লিমিটেডকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়। উল্লেখ্য, মেলা ১৫ এপ্রিল’১৮ ইং রোববার রাত ১০টা পর্যন্ত চলবে।

শেয়ার করুন