হাটহাজারীতে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন পরিবেশ মন্ত্রী

হাটহাজারী প্রতিনিধি : বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির নগদ টাকা বিতরণ করেছেন।

শুক্রবার (১৩ এপ্রিল) দুপুরে দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রনালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, হাটহাজারী কলেজের অধ্যাপক মীর কফিল উদ্দীন, ধলই ইউপি চেয়ারম্যান আলমগীর জামান, শিক্ষক নেতা শিমুল মাহাজন।

এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান এড. মোঃ শামিম, নুরুল আবছার, সরওয়ার মোর্শেদ তালুকদার, মোঃ মজিবুর রহমানসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ উপজেলার বিভিন্ন স্থানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৪৫টি পরিবারকে নগদ তিন হাজার টাকা সহ ৪৯ বান্ডেল ঢেউটিন বিতরণ করেন।

এরপর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৬টি কলেজের ২৭জন, ৩৫টি স্কুলের ১০৭ জনকে, ১৪টি মাদ্রাসা ৪২জনকে প্রাথমিক বিদ্যালয়ের ১৫০জনকে বৃত্তির নগদ টাকা তুলে দেন মন্ত্রী।

শেয়ার করুন