নারীদের স্বনির্ভতার পথ প্রদর্শক হক ট্রাস্ট

 

চট্টগ্রাম : ‘দেশের নারীদের অনুপ্রাণিত করার পাশাপাশি স্বনির্ভর হওয়ার পথ দেখাচ্ছে এবং প্রদর্শিত পথ ধরে এগিয়ে চলার সাহস যুগিয়ে যাচ্ছে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্ট।’

বৃহস্পতিবার ফড়িকছড়ি থানায় শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্পের উদ্যোগে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির ৩টি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, সকল বাধা পেছনে ফেলে বাংলাদেশের অগ্রযাত্রা বিকশিত হয়েছে। অর্থনৈতিক অগ্রযাত্রা ও সামাজিক সেবা-সূচকে এদেশের অবদান বিশ্বের নজর কেড়েছে। নারী-পুরুষের সমন্বিত অর্থনৈতিক শক্তি ও সৃজনশীলতার এদেশ আপন সামর্থ্যরে উপর দাঁড়াচ্ছে।

পাইন্দং ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ মনচুর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাকাত তহবিল পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ।

এ সময় অন্যান্যদের মধ্যে যাকাত তহবিল পরিচালনা পর্ষদের প্রচার সম্পাদক মোহাম্মদ নাছের, আহসান উল্লাহ চৌধুরী ভিবন, মো. শাহাজান, ডা. আবুল কালাম, মোহাম্মদ ইদ্রিচ, মাষ্টার দিদারুল আলম, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ নুরুল হুদা, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ হাসেম, মোহাম্মদ ফোরকান উদ্দিন, শেখ মনিরুল হক, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ সায়েম, মোহাম্মদ আরাফাত, আজিজুর রহমান আব্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন