চট্টগ্রামের রাউজানে ৫০ দুস্থ পেলেন কাপড়, ৪৭ মেধাবীর হাতে পুরস্কার

চট্টগ্রাম : রাউজানে ৫০ দুস্থ মানুষকে কাপড় ও ৪৭ মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার দিয়েছে উপজেলার কলমপতি সমাজকল্যাণ পরিষদ।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।

কলমপতি সমাজকল্যাণ পরিষদের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি অমর কৃষ্ণ দে।

বিশেষ অতিথি ছিলেন ডাবুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, চিকদাইর ইউনিয়ন চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, রাউজান উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক দীপক দত্ত।

প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। অতিথি ছিলেন ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী সাবু ও সাউদার্ন মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. জয়ব্রত দাশ।

এবিএম ফজলে করিম চৌধুরী কলমপতি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগের প্রশংসা করে বলেন, আগামী দিনে সুন্দর রাউজান গড়ে তুলতে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন।

প্রধান অতিথি দুস্থদের হাতে কাপড় ও মেধাবীদের হাতে পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন