টঙ্গীতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৫

গাজীপুরের টঙ্গীতে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার (১৫ এপ্রিল) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের টঙ্গী হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এদিকে, নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম আমির ওরফে আবির (৪৪)। তার বাড়ি জামালপুরে। তিনি ঢাকার বেগুনবাড়িতে রিকশা চালাতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর কমিউটার ট্রেনটি স্টেশনের ২ নং লাইন দিয়ে আসছিল। স্টেশনে পৌঁছার পর সেটি লাইন বদলানোর সময় ভুল সিগনালের কারণে এই দুর্ঘটনা ঘটে।

টঙ্গী রেল স্টেশনের মাস্টার হালিমুজ্জামান দুর্ঘটনায় হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কি করণে দুর্ঘটনা ঘটেছে, সেটি তদন্তের পর বলা যাবে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

এই দুর্ঘটনার কারণে রাজধানীর সঙ্গে কেবল নারায়ণগঞ্জ ছাড়া সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শেয়ার করুন