দুর্নীতির মামলায় চট্টগ্রাম বন্দরের হিসাবরক্ষণ কর্মকর্তা আটক

চট্টগ্রাম : বন্দরে মালামাল ক্রয়ে দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপ-প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা সন্দীপন চৌধুরীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৬ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বন্দর ভবন থেকেই তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন বলেন, ‘২০১৩ সালে চট্টগ্রাম বন্দরে এভিয়ার এবং কার্গো চার্জার ক্রয়ে দুর্নীতির অভিযোগে বন্দর থানায় দুইটি দুর্নীতির মামলা হয়েছিলো। কমিশনের অনুমোদনে এ দুইটি দুর্নীতির মামলায় বন্দরের অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা সন্দীপন চৌধুরীকে আটক করা হয়েছে।’

শেয়ার করুন