হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকান্ড : ক্ষতির পরিমান ১০ কোটি

মুরগীহাটা এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের দৃশ্য

হাটহাজারী মডেল থানা সংলগ্ন মুরগীহাটা এলাকায় গতকাল বুধবার (৮ ফেরুয়ারি) বিকালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতি পরিমান আনুমানিক ১০ কোটি টাকা। অগ্নিকান্ডের সঠিক কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি। অাগুন নিভাতে গিয়ে ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে। হাটহাজারীর রাউজান এবং নগরীসহ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় অক্সিজেন-নাজিরহাট,অক্সিজেন-রাউজান মহাসড়কে গাড়ী চলাচল বন্ধ হলে যাত্রীদের চরম দূর্ভোগে পড়তে হয়।

স্থানীয়, প্রতক্ষ্যদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিসসূত্রে জানা যায়, গতকাল বিকাল সাড়ে তিনটায় হঠাৎ উক্ত এলাকায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে ব্যবসা প্রতিষ্ঠান,বাসাবাড়ি ও কলোনীসহ প্রায় অর্ধশতাধিক স্থাপনা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে উপস্থিত জনতার সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে নগরী এবং রাউজানসহ ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট প্রায় দেড় ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আহতদের মধ্যে আবদুর শুক্কুর নামে এক ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। অন্যান্য আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন, মদিনা হার্ডওয়ার, হাজী নুর সাইকেল এন্ড মেট্রেস, সালমা কোকারিস গিফট সেন্টার, মদিনা টেলি কম, মাহাবুব ম্যানসন ও পাশ্ববর্তী কলোনী।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ জাকের হোসেন সাংবাদিকদের বলেন ,আমরা বিকাল সাড়ে তিনটার সময় আগুন লাগার খবর পেয়ে নিয়ন্ত্রনের জন্য ঘটনা স্থলে পৌছাই। আগুন নিয়ন্ত্রনের জন্য চেষ্টা চালিয়ে যাই। নিয়ন্ত্রনে না আসায় চট্টগ্রাম কন্ট্রোলরুমকে অবহিত করি। পরে বায়েজিদ, রাউজান ফায়ার সার্ভিসসহ ছয়টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

শেয়ার করুন