মক্কা মসজিদ বিস্ফোরণ মামলা
রায় ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে বিচারকের পদত্যাগ

ভারতের হায়দরাবাদের মক্কা মসজিদ বিস্ফোরণের ঘটনায় পাঁচ কট্টরপন্থী হিন্দুত্ববাদীকে খালাস দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগ করেছেন মামলার বিচারক।

দীর্ঘ ১১ বছর পর সোমবার বিকালে ওই মামলার রায় দেন বিচারক রবীন্দ্র রেড্ডি।

রায়ে বিচারক বলেন, ভারতের শীর্ষ সন্ত্রাস বিরোধী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) অভিযুক্তদের কারও অপরাধ প্রমাণ করতে পারেনি। প্রমাণের অভাবেই তাদের খালাস দেয়া হয়েছে।

২০০৭ সালের ১৮ মে জুমার নামাজের সময় ওই বিস্ফোরণে ৯ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছিলেন।

এ ঘটনায় অভিযুক্তদের সবাই ‘অভিনব ভারত’ নামে একটি কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য। তাদের অন্যতম পশ্চিমবঙ্গের হুগলি জেলার গেরুয়াধারী সন্ন্যাসী অসীমানন্দ। তিনি একসময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-আরএসএসের সদস্য ছিলেন। সন্ন্যাসব্রত গ্রহণের আগে তার নাম ছিল নবকুমার সরকার।

তিনি বহুদিন পশ্চিম ও মধ্য ভারতে আদিবাসীদের মধ্যে কাজ করেছেন। মক্কা মসজিদ, আজমির শরিফ ও সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণের তিনটি ঘটনাতেই তিনি মূল অভিযুক্ত।

এর মধ্যে সমঝোতা এক্সপ্রেস মামলায় অসীমানন্দ জামিনে আছেন। আর আজমির মামলায় খালাস পাওয়ার পর মক্কা মসজিদ হামলায়ও তাকে আদালত নির্দোষ ঘোষণা করলেন।

শেয়ার করুন