বিদ্যুতের খুটির পড়ে নির্মাণ শ্রমিক নিহত তাহিরপুরে

সুনামগঞ্জ প্রতিনিধি : তাহিরপুরে পল্লী বিদ্যুতের খুটির চাঁপায় পড়ে রুবেল মিয়া (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি গাইবান্দা জেলার কুনারপাড়া উপজেলার উছমানপাড়া গ্রামের হাসিবুর রহমানের পুত্র।

জানা গেছে, জামালপুর জেলার জনৈক ঠিকাদার কামাল হোসেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বিভিন্ন গ্রামে পল্লী বিদ্যুতের নতুন লাইন স্থাপনে কাজ করছেন। শুক্রবার (২০ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার বালিজুড়ি ইউনিয়নের বারুঙ্কা গ্রামের পল্লী বিদ্যুৎ লাইন নির্মান কাজের খুটি পাশ্ববর্তী রক্তি নদী থেকে গ্রামে উঠানোর সময় খুটির চাপায় পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় বলে জানান নিহতের সহকর্মী একই জেলা ও উপজেলার বালুয়া গ্রামের বাসিন্দা মোঃ রায়হান।

বারুঙ্কা গ্রামের সাবেক ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, রক্তি নদী থেকে খুটি উঠানোর সময় খুটির চাপায় শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটে।

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানাজার অকিল কুমার সাহা বলেন, পল্লী বিদ্যুতের নতুন সংযোগ লাইন স্থাপনে ঠিকাদারি প্রতিষ্ঠানের এক নির্মান শ্রমিক খুটির চাপায় মারা গেছে।

শেয়ার করুন