মরনোত্তর স্বাধীনতার সম্মাননা-সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা
সমাজ পরিবর্তনে সাহিত্য-সংস্কৃতি চর্চা বেশী প্রয়োজন

চট্টগ্রাম : স্বাধীনতাযুদ্ধ কালীন আন্দোলন সংগামে বিশেষ অবদান রাখায় পতেঙ্গা হালিশরের কয়েকজন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সংগঠকদের মরনোত্তর স্বাধীনতার সম্মাননা-সংবর্ধনা প্রদান করেছে নগরীর ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ’এ’ ইউনিট। অনুষ্ঠানে ১৩জন গুনী এবং স্বাধীনতাযুদ্ধ কালীন আন্দোলন সংগামে বিশেষ অবদান রাখায় মরনোত্তর স্বাধীনতার সম্মাননা-সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগ ’এ’ ইউনিট ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলমগীর।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) রাতে নিউ মুরিং আহম্মদীয় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ’এ’ ইউনিট।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইপিজেড থানা আঃ লীগ আহবায়ক হাজী মোঃ হারুন উর রশীদ, উদ্বোধক ছিলেন, থানা আঃ লীগ যুগ্ন আহবায়ক এম.এ তাহের, প্রধান বক্তা ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাঃ সম্পাদক হাজী শফিউল আলম (শফি), বিশেষ অতিথি ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন, মুক্তিযুদ্ধা আবু জাফর আহম্মদ, এটিএম শামসুল আলম, আঃ লীগ নেতা সুলতান নাছির উদ্দিন কন্ট্রাঃ, মাহাবুবুল হক হিরু, ইসহাক, লোকমান হাকিম, ইব্রাহিম খলিল মেম্বার, মোমিনুল হক, যুবলীগ সাঃ সম্পাদক মোঃ সেলিম রেজা, নগর মটর চালক লীগ সভাপতি নুরুজ্জামান, ইপিজেড থানা মহিলা আঃ লীগ সভাপতি শারমিন ফারুখ সুলতানা।

সংগঠক মোঃ শরীফ মাহাবুবুল হকের সঞ্চালনায়ে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ’এ’ ইউনিট আওয়ামী লীগের সাঃ সম্পাদক মোঃ জাবের হোসেন মেম্বার। উপস্থিত ছিলেন যুবনেতা আজাদ হোসেন রাসেল, ব্যারিস্টার কলেজ ভিপি জাহিদ হোসেন খোকন, মোঃ নাছির, নাট্য অভিনেতা আলী নেওয়াজ, নাট্যশিল্পী নুরুল আনোয়ার, আক্তার হোসেন প্রমুখ।

সভায় অতিথিরা বলেন, দেশে ৭১সালে স্বাধীনতা যুদ্ধের পরে চরম একটি বিশৃংখলা প্রতিনিয়তই পরিলক্ষিত হচ্ছে।এই বিশৃংখলা আর অরাজকতা দূর করতে সুষ্ঠ সাহিত্য-সংস্কৃতি চর্চা সবচেয়ে বেশী। দেশে এখনো ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে মোকাবেলা করে জননেত্রী শেখ হাছিনার নেতৃত্বে আবারো নৌকা প্রতীককে জয়ী করে সরকার গঠনে আওয়ামী লীগকে সার্বিক সহায়তায় করতে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার দৃঢ় আহবান জানান বক্তারা।

রাতে জাবের হোসেনের পরিচালনা ও রচনায়, আক্তার হোসেনের সহযোগিতায় স্বাধীনতার গল্প অবলম্বনে নাটক ”বিন্দিয়ার ভালোবাসা” মঞ্চস্থ হয়।

শেয়ার করুন