উইম্যান চেম্বারের লেদার ক্র্যাফটস্ বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু কর্ণফুলিতে

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে এবং এসএমই ফাউন্ডেশন এর সহযোগিতায় ৫ দিনব্যাপী লেদার ক্র্যাফটস্ বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু হযেছে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় কর্ণফুলী উপজেলার কলেজ বাজারে এ.জে.চৌধুরী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রশিক্ষণ কমিটির চেয়ারম্যান সুলতানা নূর জাহান রোজীর সভাপতিত্ব করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান বানেজা বেগম নিশি। প্রধান অতিথি তার বক্তব্যে শহরের পাশাপাশি গ্রামের নারীদের নানান বিষয়ে প্রশিক্ষণ নিয়ে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।

সভাপত্বির বক্তব্যে সুলতানা নুর জাহান রোজী বলেন, নারীদের উন্নয়নের পথে এগিয়ে যেতে প্রশিক্ষণের বিকল্প নাই। তাই সঠিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক কাজী তুহিনা আক্তার ও সদস্য চৌধুরী জুবাইরা সাকী জিপসী। সুকন্যার উপদেষ্টা মো. ওসমান হোসেন ও স্থানীয় সমাজ কর্মী মো. তৈয়ব। প্রশিক্ষণ কোর্সে কর্ণফুলী উপজেলার ৩০জন উদ্যোক্তা প্রশিক্ষনে অংশ গ্রহণ করবেন।

শেয়ার করুন