অবসরে নীল জলে ফুরফুরে ওবামা

ছবি সংগৃহীত

দীর্ঘ আট বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালনশেষে চলতি বছরের ২০ জানুয়ারি অবসরে গেছেন বারাক ওবামা। এখন আর তার কাঁধে রাষ্ট্রীয় দায়িত্ব নেই। সিক্রেট সার্ভিসও ঘুরঘুর করে না ওবামার চারপাশে। মিটিং, সংবাদ সম্মেলন, দেশ সফর-সব কিছুতেই ছুটি।

তবে এ সময়টাতে কী করে সময় কাটাচ্ছেন মার্কিন ইতিহাসের অন্যতম আলোচিত এ প্রেসিডেন্ট? ডেইলি মেইল জানালো বেশ কয়েকদিন ধরেই সার্ফিং শিখছেন ওবামা। প্রশিক্ষণ এখন প্রায় শেষের দিকে।

বেশ ফুরফুরে ওবামা। সারাদিন পানিতে ভেসে সময় কাটাচ্ছেন। ভার্জিন মিডিয়ার প্রধান রিচার্ড ব্র্যানসনের মালিকানাধীন বিলাসবহুল একটি ক্যারিবীয় দ্বীপে কাইটসার্ফিংয়ে মেতে আছেন তিনি। ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের পর থেকেই মিশেলকে নিয়ে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের মসকিটো দ্বীপে সময় পার করছেন সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট।

বেসরকারি মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিকের প্রধান ব্র্যানসনের ব্লগে পোস্ট করা কিছু ছবিতে দেখা গেছে, মাথায় ক্যাপ দিয়ে হাফপ্যান্ট ও টি-শার্ট পরে ওবামা ভার্জিন দ্বীপে ব্রানসনের সঙ্গে হেঁটে বেড়াচ্ছেন।

ছবি সংগৃহীত

তাদের সামনে অপেক্ষমাণ একটি বিমান। অন্য একটি ছবিতে দেখা যায়, ভার্জিন আইল্যান্ডের পাশে স্বচ্ছ নীল পানিতে পাখির মতো উড়ছেন ওবামা। যেন এক অ্যাথলেটিক চ্যালেঞ্জ তার জন্য! সেখানে কাইটসার্ফিং করছেন তিনি।

দুই হাতে রশি টেনে ধরে একে পেশাদার সার্ফারের মতো পানির ওপর দিয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে তার প্যারাসুট। বাতাসের বেগ কমলেই আবার ডুবে যাচ্ছেন পানিতে। ব্র্যানসন নিজেই ওবামাকে এই কাইটসার্ফিং শেখানোর আমন্ত্রণ জানিয়েছেন। কাইটসার্ফিংয়ে মূলত ঘুড়ির মতো একটি প্যারাসুট সার্ফারকে টেনে নিয়ে যায় সার্ফিং বোর্ডের দিকে।

এ নিয়ে ব্র্যানসন তার ব্লগে লিখেছেন, শেষের দিন আমরা দু’জনে প্রতিযোগিতায় ছিলাম সমান সমান। আমি ফয়েলবোর্ডে আরোহণ করে যখন চলতে শুরু করি পানি থেকে ৫০ মিটার ৩ ফুট উপরে উঠে যেতে সক্ষম হই।

খুব আনন্দ উপভোগ করি তখন। ওদিকে দেখি ওবামা পাই কাইট বোর্ডে চড়ে ১০০ মিটার পর্যন্ত চলে গেছেন। আমি আমার ক্যাপ খুলে তাকে অভিবাদন জানালাম। ডেইলি মেইল।

শেয়ার করুন