জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সন্ত্রাসীসহ নিহত ৩

বন্দুকযুদ্ধে নিহত দুই সন্ত্রাসী।

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১৫ আহত হয়েছেন।

সোমবার (৩০ এপ্রিল) দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় দ্রাবগাম এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের শ্রীনগর বাদামীবাগ সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সোমবার সকালে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রাবগাম এলাকায় অভিযান চালায়। এসময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসীসহ তিনজন নিহত হন।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে সাইয়্যেদ আলী শাহ গিলানী, মীর ওয়াইজ ওমর ফারুক এবং মুহাম্মদ ইয়াসীন মালিকের সমন্বিত যৌথ প্রতিরোধ কমিটি মঙ্গলবার (১ মে) কাশ্মীরে সর্বাত্মক বন্ধের ডাক দিয়েছে।