ভারতের মাটিতে টাইগারদের প্রথম টেস্ট

ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট। ছবি সংগৃহীত

টেস্ট মর্যাদা পাওয়ার ১৭ বছর পর ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলছে বাংলাদেশ। বৃহস্পতিবার সকালে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু হওয়া ঐতিহাসিক ওই ম্যাচের প্রথম ওভারে আঘাত হানেন তাসকিন। প্রথম সেশনে ২৭ ওভার শেষে এক উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৮৬-তে।

দীর্ঘ সময় বেশ ফুরফুরে মেজাজ নিয়েই ক্রিজে দাঁড়িয়েছিল ভারতীয় ব্যাটসম্যানরা। বাংলাদেশি বোলাররা উইকেটের দেখাই পাচ্ছিলেন না, অবশেষে ব্রেকথ্রু আনলেন মেহেদি হাসান মিরাজ। ফিরে গেলেন পূজারা, ততক্ষণে ভারতকে শক্ত অবস্থানে নিয়ে গেলেন তিনি। প্রথম ওভারে মাত্র ২ রানে উইকেট পড়লেও এরপর থেকে ৫০ ওভার ৫ বল পর্যন্ত খেলেছেন চেতেশ্বর পূজারা।
শেষ খবর হলো, প্রথম দিনে দ্বিতীয় সেশনে ভারত ব্যাট করছে। দুই উইকেটে তাদের রান সংগ্রহ হয়েছে ১৯২।

শেয়ার করুন