অপহৃতদের উদ্ধার করতে না পারলে ৬মে থেকে লাগাতার হরতাল

খাগড়াছড়ি : খাগড়াছড়ির মহালছড়ির মাইসছড়ি থেকে অপহৃত তিন যুবককে উদ্ধার করতে না পারলে লাগাতার হরতালের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা শহরে পার্বত্য অধিকার ফোরাম ও বৃহত্তর পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ, মাটিরাঙ্গা শাখার মানববন্ধন থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তব্য দেন-পার্বত্য অধিকার ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক মো. মাঈন উদ্দীন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এস এম মাসুম রানা, পার্বত্য অধিকার ফোরামের উপজেলা আহ্বায়ক মো. এস এম হেলাল, বৃহত্তর পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের মাটিরাঙা উপজেলা আহ্বায়ক মনজুর আলম মঞ্জু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ১৯ দিন পার হয়ে গেলেও অপহৃত তিন যুবককে উদ্ধার করতে পারেনি প্রশাসন। উল্টো প্রশাসন অপহরণের বিষয়ে বিষদাকার করছেন।

বক্তারা অবিলম্বে অপহৃত তিনজনকে উদ্ধার করতে প্রশাসনের কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান।

মানববন্ধনে আগামী ৫ মে-এর মধ্যে অপহৃত তিনজনকে উদ্ধারের দাবি জানানো হয়। অন্যথায় ৬মে থেকে লাগাতার হরতাল কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল মহালছড়ির মাইছড়ি এলাকায় কাঠ কিনতে যাওয়ার পর তিন যুবককে অপহরণ করা হয়। অপহৃতরা হলেন- কাঠ ব্যবসায়ী মাটিরাঙ্গার নতুন পাড়া এলাকার খোরশেদ আলমের ছেলে মো. সালাউদ্দিন (২৮), একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মহরম আলী (২৭) ও আদর্শ গ্রামের বাসিন্দা ট্রাকচালক বাহার মিয়া।