রাজস্থান ও উত্তর প্রদেশে ধূলিঝড়-বৃষ্টিতে নিহত ১৪৩

ভারতের উত্তর প্রদেশ ও রাজস্থানে শক্তিশালী ধূলিঝড় এবং বজ্রপাতসহ বৃষ্টিতে নিহত হয়েছে ১৪৩ জন। আগামীতে এ ধরনের আরও বড় ধরনের দুর্যোগের আশঙ্কার কথা জানিয়ে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (০৪ মে) ভারতের সংবাদমাধ্যমগুলো এ খবর দিয়েছে। খবরে বলা হয়, নিহতের মধ্যে ১২১ জন উত্তরপ্রদেশ, রাজস্থান, উত্তরাখন্ড এবং পাঞ্জাবের। আর দক্ষিণে মৃত্যু হয়েছে আরও ২১জনের। ঝড় ও বৃষ্টিপাতের সময় প্রায় ৪০ হাজার বার বিদ্যুৎ চমকায়।

ঝড়ে হাজার হাজার মানুষ ব্যাপক ক্ষতির মুখোমুখি হয়েছে বলে জানানো হয়েছে।