গাজীপুরে আইইউটি পরিদর্শনে ওআইসির মহাসচিব

গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিদর্শন করেছেন ওআইসি মহাসচিব ইউসেফ বিন আহমদ আল ওথাইমিন।

শুক্রবার (৪ মে) বেলা সোয়া ১১টার দিকে ওআইসি মহাসচিব বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থীরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

আইইউটির অ্যাসিস্ট্যান্ট প্রটোকল অফিসার মোঃ নাহিদুল ইসলাম প্রধান জানান, ওআইসি মহাসচিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজ নেন ও বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন দপ্তর, শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ওমর জাসহ শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। ছাত্রীদের জন্য নির্মাণাধীন ডরমিটরি ভবন ঘুরে দেখেন।

বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘আইইউটি অবকাঠামো নির্মাণসহ এর ভাবমূর্তি বৃদ্ধির জন্য যাবতীয় সহায়তা তার থাকবে। শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে রমজানের প্রথম দিনের ইফতারের জন্য মদিনার খেজুর ও জমজমের পানি পাঠানো হবে বলে জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারি সচিব একেএম মুনিরুল হক, পরিচালক (দক্ষিন এশিয়া) মোঃ মনোয়ার হোসেন ও ওআইসির স্থায়ী পর্যবেক্ষক ইসমত জাহান এসময় তার সঙ্গে ছিলেন।

পরিদর্শন শেষে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বকুল ফুলের চারা রোপন করেন।

শেয়ার করুন