মালদ্বীপ থেকে ৮০ হাজার ডলার নিয়ে উধাও ফেনির শাহ জালাল

জুয়েল খন্দকার মালদ্বীপ থেকে : মালদ্বীপ প্রবাসীদের কাছ থেকে ৮০ হাজার ডলার নিয়ে উধাও হয়েছেন এক প্রতারক। তার বাড়ি বাংলাদেশের ফেনি জেলায়। শাহ্ জালাল মানিক নামের ওই প্রতারক দীর্ঘ দিন যাবত মালদ্বীপের রাজধানী মালেতে ডলার বেচা কেনার কাজ করতো ৷

কম দামে ডলার করে দেওয়ার কথা বলে মালদ্বীপ প্রবাসীদের কাছ থেকে অন্তত ৮০ হাজার ডলারের মালদ্বীপের টাকা নিয়ে রাতারাতি উধাও হয়ে যায়।

বিষয়টি জানাজানি হয়ে গেলে সোমবার তার পাসপোর্ট কপি সংগ্রহ করে মালদ্বীপ এয়ারপোর্ট খবর নিয়ে জানা গেছে গত ২৯ এপ্রিল (রবিবার) ওই প্রতারক মালদ্বীপ ত্যাগ করেছে।

একটি সূত্র জানায়, প্রতারক শাহ্‌ জালাল মানিক বাংলাদেশের ফেনি জেলার মীরগঞ্জ লেমুয়ার বাসিন্দা।

প্রতারণার শিকার মালদ্বীপ প্রবাসীদের মধ্যে উল্লেখযোগ্য, গাজিপুরের মোঃ আল আমিন, টাংগাইলের মুন্টনাফ মন্ডল, ব্রাহ্মণবাড়িয়ার নাছির মিয়া, চাঁদপুরের ফারুক হোসেন, কুমিল্লার মোঃ নাছির। এছাড়া আরো অনেকে রয়েছে যারা ওই প্রতারকের শিকার।

সূত্র জানায়, প্রতারক শাহ্‌ জালাল মানিক বিভিন্ন হোন্ডির ব্যবসার সাথেও জড়িত ছিল।