রনির মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হাটহাজারীতে

চট্টগ্রাম : ছাত্রনেতা নুরুল আজিম রনির বিরুদ্ধে আনীত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও কোচিং সেন্টার পরিচালক রাশেদ মিয়াকে গ্রেফতারের দাবিতে মির্জাপুর ইউনিয়ন ছাত্র জনতা ঐক্য পরিষদের উদ্যোগে রবিবার (৬ মে) বিকাল ৪টায় সরকারহাট বাজারে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে চট্টগ্রাম-নাজিরহাট সড়কে প্রায় ৪০ মিনিট তীব্র যানজট সৃষ্টি হয়। মানববন্ধনে প্রায় ১ কি.মি. এলাকা জুড়ে সাধারন জনগন ছাত্র ও বিভিন্ন সংগঠনের সদস্যরা এ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

এসময় মানববন্ধনকারীরা চট্টগ্রাম মহানগর ছাত্র নেতা নুরুল আজিম রনির বিরুদ্ধে আনীত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি রাশেদ মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় ঐক্যবদ্ধ হয়ে ছাত্র সমাজকে সাথে নিয়ে আরো কঠোর আন্দোলনে নামবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

ছাত্রনেতা মোঃ আকরাম হোসেনর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, পাচঁলাইশ থানা ছাত্রলীগ নেতা মোঃ খোরশেদ আলম, মোঃ শাহজাদা চৌধুরী, মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম রুবেল, জীবন সেন, বিপুল দত্ত, আবু বক্কর, মোঃ ইসমাঈল, সৌরভ, জিয়া উদ্দিন বাপ্পু, খোরশেদ, মিজান, শিক্ষার্থীদের পক্ষে মোঃ মুন্না প্রমুখ।