এফএম বেতার বাংলা ভাষার কবর রচনা করছে: তথ্য সচিব

তথ্য সচিব মরতুজা আহমদ। ফাইল ছবি

ঢাকা : এফএম বেতারগুলো আঞ্চলিক ভাষার সুযোগ নিয়ে বিকৃত উচ্চারণে বাংলা ভাষার কবর রচনা করছে বলে মন্তব্য করেছেন তথ্য সচিব মরতুজা আহমদ। একই সাথে প্রমিত উচ্চারণে বাংলা ভাষা ব্যবহারের গুরুত্বারোপ করে তিনি এফএম বেতারগুলোর প্রতি কড়া নজর দেওয়ার জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন। (বাসস)

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) সকালে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে  মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য আয়োজিত ‘দাপ্তরিক কাজে বাংলা ভাষার ব্যবহার ও বানানরীতি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কর্মশালার প্রধান আলোচক ছিলেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মো. মনজুরুর রহমান।

তথ্য সচিব বলেন, দেশের এফএম ব্যান্ড বেতারগুলো আঞ্চলিক বাংলা ও ইংরেজি মিলিয়ে এমন এক জগাখিচুড়ি ভাষা সম্প্রচার করছে, যার কিছুই বোঝা যায় না।

বর্তমানে তরুণদের বাংলা বানানে তেমন তোয়াক্কা করতে দেখা যায় না উল্লেখ করে তিনি বলেন, মোবাইলের এসএমএস, ফেসবুকসহ যোগাযোগের নানা মাধ্যমে বাংলাকে ইংরেজি বর্ণে লেখার যে প্রচলন চলছে, তা প্রমিত বাংলা ভাষার জন্য দুর্ভাগ্য।

বাংলাদেশের মানুষকেই বাংলা ভাষা রক্ষা করতে হবে উল্লেখ মরতুজা আহমদ বলেন, এ বিষয়ে পশ্চিমবঙ্গের ভয় আছে। কারণ সেখানে এখন এমনভাবে বাংলা ভাষার উচ্চারণ চলছে, যার একসেন্স হয় হিন্দি ভাষার মতো।

একমাত্র বাঙালি জাতি ভাষার জন্য রক্ত দিয়েছে স্মরণ করে তিনি বলেন, আজ এ ভাষা আর্ন্তজাতিক মার্তৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে। বিশ্বের ১৮৮টি দেশ এ দিবসটি পালন করে থাকে। যা আমাদের জন্য গৌরবের।

কর্মশালায় উপস্থিত সকল কর্মকর্তাকে বাংলা একাডেমির প্রমিত বাংলা অভিধান প্রদান করা হয়। যা দাপ্তরিক কাজে বাংলা ব্যবহারে তাদের সহায়তা করবে বলে প্রধান আলোচক মনজুরুর রহমান মনে করেন।

শেয়ার করুন