অর্ধকোটি টাকা হাতিয়ে লাপাত্তা মিজান
ছায়া স্বপ্ননীড়ে স্বপ্নভঙ্গের হাতছানি

ছায়া স্বপ্ননীড় বহুমুখী সমবায় সমিতির সভাপতি (গোল চিহ্নিত) মিজান। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : তিন বছরে দ্বিগুণ লাভের লোভে ৫০ হাজার টাকা এফডিআর করেন পোশাক শ্রমিক নাজমা বেগম। চুক্তি অনুযায়ী ২০১৮ সালের ১৫ মে মেয়াদশেষে ১ লক্ষ টাকা পাবেন নাজমা। কিন্তু এর আগেই তল্পিতল্পা গুটিয়ে শটকে পরেন ছায়া স্বপ্ননীড় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মিজান ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ তাদের সহযোগিরা। এছাড়াও প্রতি মাসে এক হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা সঞ্চয় করেন নাজমা। লাভ তো দূর স্বপ্ন, এখন আসল টাকা হারিয়ে দিশেহারা ওই পোশাক কর্মী।

এবিষয়ে জেলা সমবায় অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এধরনের সমবায় সমিতিতে এফডিআর করার কোন সুযোগ নেই। উচ্চহারে লভ্যাংশ প্রদান কিংবা অস্বাভাবিক লেনদেনের বিষয়টি আইনসিদ্ধও নয় বলে দাবী করেন তিনি।

নগরীর হালিশহর, আকমল আলী রোডের ইপিজেড পকেট গেট এলাকায় এ ঘটনা ঘটে। গত দুই মাস থেকে সমিতির লোকজন শটকে পরার বিষয়টি জানাজানি হলে এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।

সরেজমিনে দেখা গেছে, শুধু নাজমা নয়। দেলোয়ার হোসেন দুলাল, মনির হোসেন, কামাল হোসেন, ছালমা বেগম, সিরাজুল ইসলাম, দেলোয়ার হোসেনসহ অন্তত চার শতাধিক নিরিহ শ্রমজীবী মানুষ অধিক লাভের লোভে সঞ্চয় করেছেন। এককালীন এফডিআর করেছেন। ভুক্তভোগীরা জানান, নানা প্রলোভনে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে লাপাত্তা হয়েছেন মিজান ও দেলোয়ারসহ তাদের সহযোগিরা। ভুক্তভোগীদের মতে, সহযোগিদের কেউ মাঠ পর্যায়ে কাজ করতেন। আবার কেউ কেউ সমিতির বিভিন্ন পদে থেকে সহযোগিতা করেন।

এক ভুক্তভোগী জানান, প্রত্যেকের সাথে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি সম্পাদন করে এফডিআর নামে টাকা সংগ্রহ করেন মিজান। আবার মেয়াদশেষে টাকা পরিশোধ করবেন_এমন বিশ্বাস জন্মাতে কাউকে কাউকে লাভসহ টাকার চেক দেন মিজান। দুলাল নামের একজন জানান, বিশ্বাস করে কষ্টার্জিত টাকা ডিপোজিট করেছি। এখন লাভ তো দূরের কথা, মূল টাকা হারিয়ে আমরা দিশেহারা। গত দুইমাস ধরে সমিতির অফিস বন্ধ দেখে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে আমাদের। ২৫ হাজার থেকে ১ লক্ষ টাকা করে অন্তত ৪ শতাধিক মানুষের অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলেও দাবী করেন দুলাল।

বিষয়টি জানতে সমিতির সভাপতি মোহাম্মদ মিজানের মোবাইলে বেশ কয়েকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। এখন ফোনটি বন্ধ রয়েছে। তবে মনির খান নামের একজন ফিল্ড ম্যানেজার মোবাইল ফোনে বলেন-আমি অনেক আগেই ওই সমিতি থেকে চলে এসেছি। আপনার কিছু জানার থাকলে সমিতির অফিসে গিয়ে যোগাযোগ করেন।

এবিষয়ে সমবায় অধিদপ্তর কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, এ ধরনের সমিতিতে কোনভাবেই এফডিআর এর মতো ডিপোজিট করার সুযোগ নেই। সাধারণ মানুষ না বুঝে উচ্চ লাভের লোভে পরে সমিতির কাছে টাকা পয়সা জমা করে। পরে সমিতির লোকজন শটকে পরলে ঝামেলাটা তাদের উপর বর্তায়। কোনভাবেই সাধারণ মানুষের গচ্ছিত টাকার দায়-দায়িত্ব নিতে নারাজ সংশ্লিষ্ট সমবায় কর্মকর্তা। তার মতে, অস্বাভাবিক কিংবা অযৌক্তিক লেন-দেনের ক্ষেত্রে সকল প্রকার দায়-দায়িত্ব দাতা এবং গ্রহীতার। বিষয়টি ফৌজদারী অপরাধ বলেও মন্তব্য করেন ওই কর্মকর্তা। এবিষয়ে জনসচেতনতার উপর গুরুত্বারোপ করেন তিনি।

শেয়ার করুন