মাদকসেবী শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশনা আসছে

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ফাইল ছবি

ঢাকা : মাদকসেবী শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুস্পষ্ট নির্দেশনা জারি করা হবে। বিষয়টি মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের এম আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘দেশের সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের মধ্যে মাদক ও তামাকের অপব্যবহার রোধে সচেতনতা সৃষ্টিতে কমিটি গঠনসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে কর্তৃপক্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকে।’

সরকারি দলের সদস্য ইস্রাফিল আলমের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়নের অংশ হিসেবে ‘শিক্ষা আইন’-এর খসড়া চূড়ান্ত পর্যায়ে আছে। খসড়াটি নীতিগত অনুমোদনের জন্য শিগগির মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।

শেয়ার করুন