দৃষ্টি আকর্ষণ

চট্টগ্রাম : নয়াবাংলা কর্তৃপক্ষ অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছে দীর্ঘদিন যাবৎ জনৈক শফিক উল্লাহ খান নামের এক ব্যক্তি নয়াবাংলার পরিচয়ে বিভিন্ন সভা সমাবেশ সংবাদ সম্মেলনে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। ‘নয়াবাংলা’ লোগো সম্বলিত পরিচয়পত্র ভিজিটিং কার্ড প্রদর্শন করছে। এতে কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটছে। বস্তুত, শফিক উল্লাহ খান নামের ওই ব্যক্তি দৈনিক নয়াবাংলার সাথে কোনভাবেই সংশ্লিষ্ট নয়। ফলে বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

মঙ্গলবার (৮ মে) দুপুর ২টায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে শফিক উল্লাহ খান নামের ওই ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এক মহিলার কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করলে বিষয়টি উপস্থিত গণমাধ্যম কর্মীদের দৃষ্টিতে আসে। পরে ওইসব গণমাধ্যম কর্মী সাংবাদিক নেতাদের মাধ্যমে নয়াবাংলা ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে।

শনিবার (১২ মে) কর্তৃপক্ষ এক জরুরী বৈঠকে গুরুত্বের সাথে এবিষয়ে আলোচনা করা হয়। এতে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহীত হয়েছে। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

দেশের দ্বিতীয় রাজধানী খ্যাত চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক নয়াবাংলা প্রকাশনার চার দশক অতিক্রম করছে। চট্টগ্রামের প্রাচীন খবরের কাগজ দৈনিক নয়াবাংলা তার নিজস্ব স্বাতন্ত্রে অবিচল অবিরাম এতদ্বাঞ্চলের বঞ্চিত পীড়িত গণমানুষের কথা তুলে ধরছে। দৈনিক নয়াবাংলা কাগজে ছাপার পাশাপাশি প্রযুক্তির ছোঁয়ায় অনলাইন সংস্করণ এখন দেশ ছাপিয়ে দুনিয়াজুড়ে। নিরলস পথচলায় সকলের আন্তরিক সহযোগিতার প্রত্যাশায় নয়াবাংলা কর্তৃপক্ষ।

শেয়ার করুন