অস্বাস্থ্যকর পরিবেশে মসলা মোড়কজাত করায় জরিমানা

চট্টগ্রাম : অস্বাস্থ্যকর পরিবেশে মশলা গুঁড়ো করে মোড়কজাত এবং বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ মে) দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বে নগরের আগ্রাবাদ কর্ণফুলী মার্কেটে এ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, বিএসটিআইর অনুমোদনহীন প্ল্যান্ট ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে মসলা গুঁড়ো করে এবং খোলা বাজারে হলুদ, মরিচ, ধনিয়াসহ অন্যান্য মসলাজাতীয় পণ্য বিক্রি করছিল মেসার্স আল আমিন মসলা ফ্যাক্টরি এবং মেসার্স হানিফ স্টোর নামের দু’টি প্রতিষ্ঠান। বিএসটিআই অধ্যাদেশ লঙ্ঘনের দায়ে তাদের ৭ হাজার করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, অভিযানে কর্ণফুলী মার্কেটের মুদি বাজার, কাঁচা বাজার, মাছ-মাংস-মুরগির বাজারসহ পুরো মার্কেট এলাকার দোকানি ও বিক্রেতাকে মূল্যতালিকা সংরক্ষণ, সঠিক ওজন যন্ত্র ব্যবহার, পাকা রশিদ সংরক্ষণ, ভেজাল ও বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।

শেয়ার করুন