এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত মীরসরাইয়ে

মীরসরাই : এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান করেছে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ।

এস রহমান ট্রাস্টের পক্ষ থেকে এই সংবধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এস রহমান ট্রাস্টের সদস্য মীর আলম মাসুকের সভাপতিত্বে ও প্রভাষক আজমল হোসাইনের সঞ্চালনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট আইটি বিশেষঞ্জ মাহবুবুর রহমান রুহেল, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াসমিন শাহীন কাকলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপি, মীরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, মহাজনহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রভাষক নোমান মো. নিজাম উদ্দিন, কুতুব উদ্দিন তুষার, আবদুল বাতেন আবির, মো. ফেরদৌস হোসাইন, সুবরাজ বনিক, ফয়সাল আহমেদ, মো. নাইম উদ্দিন। সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার দাস, সহকারী শিক্ষক লাল বাহাদুর শর্মা, নিজাম উদ্দিন, উঠান্ট বড়ুয়া প্রমুখ।

প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব। মান সম্মত শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এসময় মিরসরাই উপজেলা জিপিএ-৫ প্রাপ্ত ২২৮ জন শিক্ষার্থীর প্রতিজনের হাতে ৫ হাজার টাকার প্রাইজবন্ড, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়। অনুষ্ঠানশেষে মন্ত্রি কলেজের আইসটি ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

শেয়ার করুন