সাতকানিয়ায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে কেএসআরএম

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কেএসআরএম গ্রুপের সিইও মেহেরুন করিম।

চট্টগ্রাম: সাতকানিয়ায় ইফতার বিতরণের সময় তীব্র গরম, হিটস্ট্রোক ও শ্বাসকষ্টে ৯ নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেবেন বলে জানান কেএসআরএম গ্রুপের সিইও মেহেরুন করিম।

সোমবার (১৪ মে) সন্ধ্যা সাতটায় নগরের আগ্রাবাদের কেএসআরএম কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কেএসআরএমের ডিজিএম সাখাওয়াত হোসেন ও কর্মকর্তা সৈয়দ নজরুল আলম।

লিখিত বক্তব্যে মেহেরুন করিম বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনায় ৯ জন নিহতের পরিবারকে তিন লাখ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি তাদের পরিবারের সক্ষম একজন ব্যক্তিকে কেএসআরএমে চাকরি দেওয়া হবে।

এছাড়া আহতদের চিকিৎসা ব্যয় কেএসআরএমের পক্ষ থেকে করা হবে বলে জানান সিইও মেহেরুল।

মেহেরুন করিম আরো বলেন, প্রতিবছরের মতো এবারও ১০ থেকে ১২ হাজার মানুষকে ইফতার সামগ্রী ও যাকাত দেওয়ার আয়োজন করা হয়। এ জন্য সকাল আটটায় সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের গাটিয়াডাঙ্গা গ্রামে যাকাত ও ইফতার সামগ্রী দেওয়া শুরু করা হয়। কিন্তু সাড়ে নয়টার দিকে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ৯ জন মহিলা ও শিশু মারা যায়।

আমাদের কোনো অব্যবস্থাপনা ছিল না। পুলিশের ১০০ জন ও আমাদের সিকিউরিটির ২০০ জন সদস্য ত্রাণ বিতরণের সময় কাজ করেন।

ইফতার সামগ্রী নিতে গিয়ে ৯ নারী নিহত

শেয়ার করুন