শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষাদানে করণীয় শীর্ষক সভা খাগড়াছড়িতে

খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৪ মে দুপুরে সচেতন নাগরিক কমিটি-সনাকের আয়োজনে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের মিলনায়তনে সদরের ২৫ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।

সনাক খাগড়াছড়ির সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ, শিক্ষাবিদ প্রফেসর বোধিসত্ত দেওয়ান ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন।

বক্তারা শিক্ষা ব্যবস্থার প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষাদানে শিক্ষকদের যুগোপযুগী প্রশিক্ষণ, প্রত্যন্ত এলাকায় বিদ্যালয় গুলোতে শুন্যপদ পূরণসহ উপর্যুক্ত পরিবেশ নিশ্চিত করে শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া, সনাক খাগড়াছড়ি পরিচালিত দুইটি বিদ্যালয়ে শিক্ষার্থী ঝরে পড়ার হার শুন্যের কৌটায় পৌঁছানোকে ইতিবাচক পরিবর্তন উল্লেখ করে জেলার সকল বিদ্যালয়ের মধ্যে সমন্বয়সাধনের মাধ্যমে মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু করতে সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান।