সাতকানিয়ায় পদদলনে মৃত্যু, কেএসআরএম এমডির বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জাকাতের কাপড় ও ইফতার সামগ্রী বিতরণকালে পদদলনে ১০ নারীর নিহত হওয়ার ঘটনায় উদ্যোক্তা কেএসআরএমের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বিরুদ্ধে মামলা করা হয়েছে। এতে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন বলেন, মঙ্গলবার (১৫ মে) সকালে খাগরিয়া ইউনিয়নের বাসিন্দা নিহত হাসিনা আক্তারের স্বামী মোহাম্মদ ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

তিনি বলেন, অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে দণ্ডবিধির ৩০৪ (ক) ও ৩৪ ধারায় কেএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহজাহানের নাম উল্লেখ করে ইফতার ও জাকাতসামগ্রী বিতরণ ব্যবস্থাপনায় সম্পৃক্ত অজ্ঞাতনামাদের আসামি করে মামলাটি করা হয়।

সোমবার সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডেঙ্গা (হাঙ্গরমুখ) এলাকায় কেএসআরএম মালিকের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণকালে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপর কেএসআরএমের পক্ষ থেকে হিটস্ট্রোকে হতাহতের ঘটনা ঘটেছে বলে বলা হয়েছে। তবে উপজেলা প্রশাসন আয়োজনের ত্রুটিতে পদদলনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে।

শেয়ার করুন