ইউপি নির্বাচনে দ্বন্দ্ব : মাধবদীতে ২ ব্যবসায়ীকে কুপিয়ে জখম

নাজমা আক্তারের ছেলে জাহিদ হাসান

নরসিংদী প্রতিনিধি : ইউপি নির্বাচনে জাল ভোটে বাধা দেয়ার জের ধরে দুই ব্যবসায়ীকে প্রকাশ্যে দোকানে ঢুকে কুপিয়ে জখম করেছে মাধবদী পৌর মেয়রের ভাগ্নে আরিফ। মঙ্গলবার (১৫ মে) মাধবদী বাসস্ট্যান্ডে মিতালী হোটেলে ওই ঘটনা ঘটে।

আহতরা হলেন, পরাজিত ইউপি সদস্য প্রার্থী নাজমা আক্তারের ছেলে জাহিদ হাসান, তারা বাবা আলী আজগর ও চাচা শফিকুল ইসলাম।

জানা যায়, গত ৭ মে মাধবদী নূরালাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংরতি ইউপি সদস্য হিসেবে নির্বাচন করেন সেলিনা। প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করেন মিতালী হোটেলের মালিকের সহধর্মিনী নাজমা আক্তার। নির্বাচন চলাকালে প্রার্থী সেলিনার পক্ষে তার ছেলে শামীম জাল ভোট প্রদান করেন। এতে বাধা দেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাজমা আক্তারের ছেলে জাহিদ হাসান। এ নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শামীম মাধবদী পৌর মেয়র মোশারফ হোসেন মানিকের ভাগ্নে আরিফ হোসেনের ঘনিষ্ঠ বন্ধু। এর সুবাদে শামীম বিষয়টি মাধবদী পৌর মেয়রের ভাগ্নে আরিফকে জানান। ওই দ্বন্দ্বের জের ধরে মঙ্গলবার আরিফ ও শামীমের নেতৃত্বে মাধবদী বাসস্ট্যান্ডে মিতালী হোটেলে হামলা চালানো হয়।

এ ব্যাপারে অভিযুক্ত মেয়রের ভাগ্নে আরিফ হোসেন বলেন, আমি হোটেলে খাচ্ছিলাম। হঠাৎ গণ্ডগোল দেখে আমি তাদের সরিয়ে দেই। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: ইলিয়াস বলেন, ইউপি নির্বাচনের দ্বন্দ্বের জের ধরে আরিফের নেতৃত্বে দোকানে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন