সাংবাদিকদের সাথে চট্টগ্রাম পিআইডির মতবিনিময় সভা
সেবা প্রাপ্তির ৯৯৯ এবং ৩৩৩ নাম্বার সম্পর্কে ব্যাপক প্রচারের আহবান

সাংবাদিকদের সাথে চট্টগ্রাম পিআইডির মতবিনিময় সভা। ছবি : পিআ্ইডি

চট্টগ্রাম : ডিজিটাল বাংলাদেশ উদ্যোগ বাস্তবায়ন করছে সরকারের সব দপ্তর। প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো হচ্ছে। এর সহজ দৃষ্টান্ত ৯৯৯ এবং ৩৩৩ সার্ভিস। এসব সার্ভিসের মাধ্যমে জনগণের সমস্যা দ্রুত সমাধান হচ্ছে। ডাটাবেইজ এর মাধ্যমে সকল তথ্য সংরক্ষণ করায় কর্মে গাফিলতির সুযোগ নেই।

বুধবার (১৬ মে) সকালে সার্কিট হাউজে আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ বিষয়ে আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি চট্টগ্রামের উদ্যোগে অংশীজন ও সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাবিবুর রহমান।

সেবা সহজ প্রাপ্তির ৯৯৯ এবং ৩৩৩ নাম্বার সম্পর্কে ব্যাপক প্রচারের মাধ্যমে জনগণকে অবহিত করতে প্রধান অতিথি সাংবাদিকদের প্রতি আহবান জানান।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পিআইডি চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার এ কে এম আজিজুল হক।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. দেলোয়ার হোসেন, তথ্য অধিদফতর ঢাকার সিনিয়র তথ্য অফিসার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার একেএম ইমরান ভুঁইয়া, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক শুকলাল দাস, চট্টগ্রাম পিআইডি’র সিনিয়র তথ্য অফিসার মো. আজিজুল হক নিউটন বক্তৃতা করেন।

সভায় দশটি বিশেষ উদ্যোগের মধ্যে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নকারী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. দেলোয়ার হোসেন, বিনিয়োগ বিকাশ বিষয়ে চট্টগ্রাম বিভাগের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের উপপরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন, একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়নকারী বিআরডিবি চট্টগ্রামের উপপরিচালক মো. খোরশেদ আলম, শিক্ষা সহায়তা কর্মসূচি উদ্যোগ বাস্তবায়নকারী চট্টগ্রামের ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, একই উদ্যোগের প্রাথমিক শিক্ষা বিভাগের মো. জাহিদুল ইসলাম, নারীর ক্ষমতায়ন বিষয়ে পটিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরী, ঘরে ঘরে বিদ্যুৎ উদ্যোগ বাস্তবায়নকারী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. মকবুল হোসেন, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য উদ্যোগ বিষয়ে ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির, সামাজিক নিরাপত্তা বিষয়ে সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. ওমর ফারুক, পরিবেশ সুরক্ষা বিষয়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক শেখ মো. নাজমুল হুদা প্রকল্পসমুহের এ পর্যন্ত জাতীয় পর্যায়ের ও চট্টগ্রাম জেলার অগ্রগতি, ভবিষ্যত পরিকল্পনা এবং প্রকল্প সংশ্লিষ্ট বিষয়ে জনসেবা প্রদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

সভায় উম্মুক্ত আলোচনা পর্বে আমন্ত্রিত সাংবাদিকগণ এসব প্রকল্প বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত তথ্য তাদের মাধ্যমে জনগণের নিকট তুলে ধরতে তথ্য প্রাপ্তির সহজীকরণের উপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন