রমজানে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ
চট্টগ্রাম ওয়াসার তিনটি কন্ট্রোল রুম চালু

চট্টগ্রাম : মহানগরীতে পবিত্র রমজান মাসে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ ব্যবস্থা জোরদার করতে ৩টি কন্ট্রোল রুম স্থাপন করেছে চট্টগ্রাম ওয়াসা। এসব কন্ট্রোল রুম সার্বক্ষণিক চালু থাকবে। গ্রাহকের অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ।

রবিবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পানির অপচয় রোধ ও অবৈধ সংযোগের মাধ্যমে পানি ব্যবহার হতে বিরত থেকে সুষ্ঠু পানি সরবরাহে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে চট্টগ্রাম ওয়াসা।

কন্ট্রোল রুম :
* দামপাড়া প্রধান কার্যালয় (ওয়াটার ওয়ার্কস) কন্ট্রোল রুম ফোন নং-০৩১-৬১৬৫৯২
** আগ্রাবাদ মড-১, কন্ট্রোল রুম ফোন নং-০৩১-৭২৪৮৭৫
*** জুবিলী রোড কন্ট্রোল রুম ফোন নং-০৩১-৬১৬৭৬৮

পবিত্র রমজান মাসে সম্মানিত গ্রাহকগনের পানি সরবরাহ সংক্রান্ত কোন অভিযোগ থাকলে উপরে উল্লেখিত কন্ট্রোল রুম সমূহের সাথে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন