এই ইসির অধীনেই পরবর্তী সব নির্বাচন হবে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক -ফাইল ছবি

সংবিধান ও আইনের মাধ্যমে গঠন করা ইসির অধীনেই পরবর্তী সব নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপিকেও এই ইসির অধীনেই নির্বাচনে আসতে হবে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আখাউড়া শহরের দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ ও মোবাইল থেরাপি ভ্যানের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

মন্ত্রী বলেন, ‘বিএনপি বলছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আওয়ামী লীগের মুখপাত্র, তাই তাকে পদত্যাগ করতে হবে। আপনারা (বিএনপি) মানেন আর না মানেন এই ইসির অধীনেই দেশের পরবর্তী সব নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির কথায় নতুন সিইসি পদত্যাগ করবেন না। ‘

প্রতিবন্ধীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘প্রতিবন্ধীরা এখন একা নয়। তাদের পাশে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কামরুন নাহার খানমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামাণিক, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. রেজওয়ানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন আখাউড়ার ইউএনও মোহাম্মদ শামছুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম ভূঁইয়া প্রমুখ।

শেয়ার করুন