কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত
ঋণ বিতরণে নিষেধাজ্ঞা ফারমার্স ব্যাংকে

ঢাকা : ফারমার্স ব্যাংকে অনিয়মের বিষয়ে কয়েক দফা সতর্ক করা হলেও ব্যাংক কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। অবশেষে ফারমার্স ব্যাংকের ঋণ বিতরণে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যাংকটি কোনো গ্রাহককে আর ঋণ দিতে পারবে না। বিধিবহির্ভূতভাবে আগ্রাসীভাবে ঋণ বিতরণ করায় আমানতকারীদের স্বার্থ রক্ষায় ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারার ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। তবে ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে শুধু এলসির দেনা পরিশোধ করতে পারবে। এমন অনুমতি রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের।

কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি ফারমার্স ব্যাংকটিকে চিঠির মাধ্যমে এ নির্দেশনা জানিয়েছেন বলে একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বিধিবহির্ভূতভাবে ঋণ বিতরণের ফলে গত ডিসেম্বরে ব্যাংকটির ঋণ-আমানত অনুপাত (এডিআর) ৯৭ শতাংশে গিয়ে ঠেকেছে। এর আগে গত সেপ্টেম্বরেও ঋণ-আমানত অনুপাত ছিল ৮৫ দশমিক ৫৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী প্রচলিত ধারার কোনো ব্যাংক তার আমানতের ৮৫ শতাংশের বেশি ঋণ দিতে পারে না। তবে সেই নির্দেশনা উপেক্ষা করে ফারমার্স ব্যাংক ৯৭ শতাংশ ঋণ বিতরণ করেছে। ব্যাপক হারে ঋণ বিতরণের ফলে ব্যাংকটি নগদ টাকার সংকটে পড়েছে। এতে করে একাধিক দিন নগদ জমা সংরক্ষণে (সিআরআর) ব্যর্থ হয়ে বড় অঙ্কের জরিমানা গুনেছে। নিয়ম অনুযায়ী, কোনো ব্যাংক যথানিয়মে সিআরআর সংরক্ষণে ব্যর্থ হলে অসংরক্ষিত অংশের ওপর বাংলাদেশ ব্যাংক অর্ডার ও ২০১০ সালের নির্দেশনার আলোকে ব্যাংক রেট +৫ শতাংশ তথা ১০ শতাংশ হারে জরিমানা আদায় করা হয়। আর এসএলআর সংরক্ষণে ব্যর্থ হলে উল্লেখিত অংশের ওপর স্পেশাল রেপোর সুদহার অনুযায়ী জরিমানা দিতে হয়।

ফারমার্স ব্যাংকের এ অনিয়মের বিষয়ে কয়েক দফা সতর্ক করা হলেও ব্যাংক কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক ঋণ কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়। তবে গ্রাহকরা ব্যাপক সমস্যার সম্মুখীন হওয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে শুধু এলসির দেনা পরিশোধের অনুমতি দেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইনের ৪৫-এর (১) উপধারায় বলা আছে, ‘বাংলাদেশ ব্যাংক যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে (ক) জনস্বার্থে, বা (খ) মুদ্রানীতি এবং ব্যাংক নীতির উন্নতি বিধানের জন্য, বা (গ) কোনো ব্যাংক কোম্পানির আমানতকারীদের স্বার্থের পরিপন্থী বা ব্যাংক কোম্পানির স্বার্থের পক্ষে ক্ষতিকর কার্যকলাপ প্রতিরোধ করার জন্য, বা (ঘ) কোনো ব্যাংক কোম্পানি যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য, সাধারণভাবে সব ব্যাংক কোম্পানিকে অথবা বিশেষ কোনো ব্যাংক কোম্পানিকে নির্দেশ প্রদান করা প্রয়োজন, তাহলে বাংলাদেশ ব্যাংক যথাযথ নির্দেশ জারি করতে পারবে; এবং সংশ্লিষ্ট ব্যাংক কোম্পানি উক্ত নির্দেশ পালন করতে বাধ্য থাকবে।’

শেয়ার করুন