চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির আলোচনা সভায় বক্তারা
হকারদের জাতীয় নীতিমালা প্রণয়ন সময়ের দাবী

চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির আলোচনা সভায় বক্তব্য রাখছেন নুরুল আলম লেদু। ছবি নয়াবাংলা

চট্টগ্রাম : চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির আলোচনা সভায় বক্তারা বলেছেন, হকার বর্তমান সময়ের প্রেক্ষিতে একটি জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। জাতীয়ভাবে হকারদের একটি নীতিমালায় আনতে হবে। সুষ্ঠু নীতিমালার আলোকে হকাররা ব্যবসায় নিয়োজিত থাকবে। হকারা কারো করুনা চায় না, নীতিমালার আলোকে ব্যবসা করতে চায়। তাই ফুটপাত হকারদের জন্য একটি জাতীয় নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবী।

বৃহস্পতিবার (২৪ মে) রাত ১১ টায় নগরীর জুবিলী রোডস্থ জলসা শপিং কমপ্লেক্সের সামনে ‘পবিত্র রমজান মাস উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় হকারদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় হকার নেতৃবৃন্দ এসব কথা বলেন।

হকার নেতৃবৃন্দ বলেন, মেয়র আ জ ম নাছির উদ্দীন হকারদের জন্য একটি নীতিমালা তৈরি করেছেন। ইতিমধ্যে সুষ্ঠুভাবে এ অঞ্চলের হকাররা নির্ধারিত সময়ে ব্যবসা পরিচালনা করে চলেছে। শুধু চট্টগ্রাম নয়, পুরো দেশের জন্য একটি জাতীয় নীতিমালা তৈরি এখন সময়ের দাবীতে পরিণত হয়েছে।

বিভিন্ন সময় হকারদের পূর্ণবাসনের কথা বলা হয়েছে। কিন্তু কোন বারই হকারদের পূর্ণবাসন করার কোনো পদক্ষেপ আমারা দেখতে পায়নি। হকাররাও এ সমাজের অংশ। বিভিন্ন ইস্যুতে হকারদের প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন।

নেতৃবৃন্দ আরো বলেন, পবিত্র রমজানে আইন শৃঙ্খলা রক্ষায় হকাররা পুলিশের সাথে একযোগে কাজ করবে। রমজানে চুরি, ছিনতাইসহ সকল ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে সহযোগিতা করবে ফুটপাত হকার্স সমিতির সকল সদস্য। নিউ মার্কেট এরিয়ার মধ্যে সবাই যেনো আনন্দঘন পরিবেশে কেনাকাটা করতে পারে সেজন্য হকার সচেষ্ট থাকবে।

ফুটপাত হকার্স সমিতির কেন্দ্রীয় সভাপতি নুরুল আলম লেদুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আলকরণ ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলেমান সেলিম। যুগ্ম সম্পাদক মোহাম্মদ আনোয়ারের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হকার নেতা মীর হোসেন মিলন, জসিম মিয়া, হারুনর রশিদ রণি, শফিকুর রহমান শফিক।

বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সহসভাপতি ফরিদ আহমদ, জহির আহমদ, সহ-সম্পাদক তারেক হায়দার, খোন্দকার দেলোয়ার, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক খোকন মিয়া, অর্থ সম্পাদক শাহ আলম, প্রচার সম্পাদক মনির হোসেন, সহ-প্রচার সম্পাদক মিন্টু মিয়া, আপ্যায়ন সম্পাদক মো. খোকন, ক্রীড়া সম্পাদক মো. ইউনুছ,মো. কামাল, মো. শুক্কুর, মো মোস্তফা কাজী বেলাল প্রমুখ।

শেয়ার করুন