একজনকে আটকের পর মুচলেকায় মুক্তি
ইউপিডিএফ’র আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে টাকা সরঞ্জাম উদ্ধার

খাগড়াছড়ি : খাগড়াছড়িতে ইউপিডিএফ (প্রসীত গ্রুপের) আস্তানায় অভিযান চালিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা ও বিপুল পরিমাণ সরঞ্জামসহ একজনকে আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (২৫ মে) সন্ধায় জেলা সদরের গিরিফুল এলাকায় এ অভিযান চালানো হয়।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, ইউপিডিএফ (প্রসীত গ্রুপের) সশস্ত্র একটি গ্রুপের বৈঠক চলছে এমন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী গিরিফুল এলাকায় অভিযান চালায়। অভিযানের কথা জানতে পেরে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও এসময় প্রকাশ ত্রিপুরা (ফলিঞ্চা) ৪০ নামে একজনকে আটক করতে সম হয়।

পরে আস্তানাটিতে তল্লাশী চালিয়ে সাড়ে পাঁচ লা টাকা, অস্ত্র বহনের ৭টি বড় ব্যাগ, বেশ কিছু মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন টিটু জানানা, অভিযানে উদ্ধারকৃত টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য সরঞ্জামাদি থানায় হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আটক প্রকাশ ত্রিপুরাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে ঘটনার সাথে জরিত নয় প্রমাণিত হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেয়ে দেয়া হয়। তবে তিনি পুলিশি নজরদারিতে থাকবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

শেয়ার করুন