আইফেল টাওয়ারের চারপাশে কাচের দেয়াল দিবে প্যারিস

ভালবাসার নগরী প্যারিসের আইফেল টাওয়ার

প্যারিসের পরিচয় আইফেল টাওয়ার। ভালবাসার নগরী প্যারিস। জঙ্গী হামলার কবল থেকে ঐতিহ্যের আইফেল টাওয়ার রক্ষা করতে দৈত্যকায় স্থাপত্যের বুলেটপ্রুফ কাচের দেওয়াল গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেয়ালটি চারপাশে ২.৫ মিটার (প্রায় ৮ ফুট) উঁচু হবে।

আইফেল টাওয়ারের জন্য এই বিশেষ নিরাপত্তা প্রসঙ্গে প্যারিসের ডেপুটি মেয়র জাঁ ফ্রাঁসোয়া মার্তি বলেন, প্যারিসে জঙ্গি হামলার প্রভুত সম্ভাবনা রয়েছে। আর আইফেল টাওয়ারের মতো স্থাপত্য হামলাকারীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র হতে পারে।

গত বছর ৩২৪ মিটার উঁচু এই লৌহ-স্থাপত্যের চারপাশে লোহার বেড়া দেওয়া হয়েছিল। এবার তা সরিয়েই এই কাচের দেওয়াল দেওয়া হবে।

ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন জায়গায় সাম্প্রতিককালে ঘটে যাওয়া জঙ্গি হামলার প্রেক্ষিতে সব স্থাপত্য ও দর্শনীয় জায়গাগুলির নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্সসহ অন্যান্য ইউরো গোষ্ঠীভুক্ত দেশগুলি। এরজন্য কয়েক’শ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের জুলাই পর্যন্ত ফ্রান্সে বিভিন্ন নাশকতা হামলায় মৃত্যু হয়েছে ২৩৮ জনের।

শেয়ার করুন