মসজিদে এমএ লতিফ এমপি’র স্ট্যান্ড ফ্যান বিতরণ

চট্টগ্রাম : গত বছরের ন্যায় এবছরও তাঁর নির্বাচনী এলাকায় ৬০টি মসজিদে ২ শতাধিক ষ্ট্যান্ড ফ্যান বিতরণ করেছেন চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এমএ লতিফ। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এমএ লতিফ এমপি।

গত বছর স্ট্যান্ড ফ্যান বিতরণকালে এমপি লতিফ সম্মানিত মুসল্লিদের প্রতি অনুরোধ জানিয়ে বলেছিলেন, যে সকল মসজিদ স্ট্যান্ড ফ্যান পায়নি তারা যেন এমপি লতিফের সাথে যোগাযোগ করেন। তারই ধারাবাহিকতায় রোববার (২৭ মে) আগ্রাবাদ পুরাতন চেম্বার হাউজের সামনে এসব ফ্যান বিতরণ করা হয়।

এছাড়াও বছরব্যাপী গৃহীত জনকল্যাণমূলক কর্মসূচী চলমান রয়েছে এমপি লতিফের। ভূর্তিকী মূল্যে নিত্যপণ্য বিক্রয়, পানীয় জলের জন্য গভীর ও অগভীর নলকূপ স্থাপন, বিনামূল্যে শিক্ষার্থীদের পাঠদান, কম্পিউটার ও গার্মেন্টস অপারেটর প্রশিক্ষণ, দরিদ্র রোগী ও শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান, অসহায় দরিদ্রদের মাঝে গৃহনির্মাণ সামগ্রী, খাদ্য ও শীতবস্ত্র বছরব্যাপী এসব কর্মসূচি এলাকাজুড়ে ব্যাপক সুনাম কুড়িয়েছেন এমএ লতিফ এমপি।

ফ্যান বিতরণ কালে এম.এ.লতিফ এমপি মসজিদ সমূহের চাহিদা মোতাবেক স্ট্যান্ড ফ্যান বিতরণে এই কার্যক্রম মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

ফ্যান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর সিবিএ’র সাধারণ সম্পাদক রফিউদ্দিন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক নায়েবুল হক ফটিক, লবন শ্রমিকলীগ সভাপতি আব্দুল মতিন মাষ্টার, সহা-সভাপতি মোঃ ফারুক মোল্লা, বন্দর ব্যবহারকারী শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি মোঃ ইমাম হোসেন, আওয়ামীলীগ নেতা মোঃ নেছার মিয়া আজিজ, মোঃ ফরিদুল আলম, মোঃ মুন্না, যুবলীগের নেতা মোঃ হাসান উদ্দিন সোহেল, মোঃ জুয়েল প্রমূখ।

শেয়ার করুন