নৌপথে সতর্কবার্তা জারি
মালদ্বীপে প্রবল বৃষ্টি, কয়েকটি দ্বীপ বন্যা

জুয়েল খন্দকার (মালদ্বীপ থেকে) : বেশ কয়েক দিনের প্রবল বৃষ্টিতে মালদ্বীপের কয়েকটি দ্বীপ প্লাবিত হয়েছে। এছাড়াও হাড্ডু ও লামাতল বিভাগসহ কয়েকটি দ্বীপে বন্যার খবর পাওয়া গেছে।

জানা যায় যে দ্বীপের চারদিক দিয়ে পানি সাগরে না নামতে পেরে বন্যায় পরিণত হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রত্যেকটি দ্বীপের কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়েছে পানি সরানোর জন্যে। মালদ্বীপ সরকার বর্ষাশেষে প্রত্যেকটি দ্বীপে বৃষ্টি হলে পানি সরে যাওয়ার জন্যে প্রত্যেকটি দ্বীপে ড্রেনেজ ব্যবস্থা আরো উন্নত করবে। এলক্ষ্যে মালদ্বীপ সরকার একটি বাজেট পাস করেছে।

মালদ্বীপের আবহাওয়া অধিদপ্তর জানায়, যে অন্যান্য বছরের চাইতেও এ বছরে ঝড় তুফান একটু বেশি হচ্ছে। আগামীতে আর বেশি হওয়ার সম্ভাবনা আছে। নৌ অধিদপ্তর সতর্কতা জারি করে জানায় যে, সকল ধরনের নৌযান নৌ পথে চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহবান জানানো হয়েছে। প্রত্যেক যাত্রীকে লাইফ জ্যাকেটসহ যাতায়াত করার কথা জানায় নৌ অধিদপ্তর। নৌপথে চলাচলরত সকল নৌযান সংশ্লিষ্টদের সব সময় নৌ অধিদপ্তরের সাথে যোগাযোগ রাখার আহবান জানানো হয়েছে।