সিএনএনকে ‘ফেক নিউজ’ সম্বোধন ট্রাম্পের
পেটেন্ট অফিসে তিন কোম্পানির আবেদনে ‘ফেক নিউজ’ ট্রেডমার্ক

 

‘ফেক নিউজ’ ট্রেডমার্ক চেয়ে পেটেন্ট অফিসে তিন কোম্পানি

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে সিএনএনকে ‘ফেক নিউজ’ বলে সম্বোধন করেছিলেন। এর পরের দিন গত ১২ জানুয়ারি মার্কিন পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে আবেদন তিনটি পৌঁছায়।

‘ফেক নিউজ’ (Fake News) নামে তাদের নিজ নিজ ট্রেডমার্ক চেয়ে আবেদন করেছে টিভি শো, গেম এবং টি-শার্ট তৈরী করে এমন তিন ধরনের তিনটি কোম্পানী।

এদের মধ্যে আবেদন এসেছে জনপ্রিয় অ্যানিমেশন ‘দ্য সিম্পসনস’ কারিগরদের পক্ষ থেকে। আরেকটি এসেছে জনপ্রিয় কম্পিউটার গেম ‘কার্ডস অ্যাগেইনস্ট হিউম্যানিটি’ থেকে।

আবেদনকারীদের সবারই যুক্তি, আমরা একটি অদ্ভূত সময় পার করছি। জাতি সম্ভবত এর আগে কখনো এমন রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়েনি। আর প্রকৃত সত্যকে অন্যভাবে মানুষের বোধগম্য করে উপস্থাপনের এটি একটি মোক্ষম হাতিয়ার হতে পারে।

তবে ‍যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী পণ্যের ট্রেডমার্ক পেতে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এ ব্যাপারে একজন আইনজীবী বলেন, ট্রেডমার্ক পেতে কোনো কোম্পানিকে দুই বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এমনকি তারা শেষ পর্যন্ত নাও পেতে পারে। আর ওই তিনটি কোম্পানির ‘ফেক নিউজ’ ট্রেডমার্ক না পাওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করেন তিনি।

শেয়ার করুন