গাজীপুরে আগুনে পুড়েছে বাড়ির ২২ ঘর, দগ্ধ ২

আতিকুর রহমান : গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় অগ্নিকান্ডে এক বাড়িরই ২২টি কক্ষ ও মালামাল পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ওই বাড়ির দুই জন দগ্ধ হয়েছেন।

রবিবার (২৭ মে) রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা প্রায় পৌণে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম
হয়।

জয়দেবপুর ফায়ার স্টেশন কর্তৃপক্ষ ও এলাকাবাসি জানান, রবিবার রাত পৌণে ১১টার দিকে মনিপুর এলাকার মমতাজ মিয়ার সেমিপাকা বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মূহুর্তেই আগুন আশপাশের কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌণে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নেভাতে এবং ঘর থেকে মালামাল বের করতে গিয়ে মোঃ ইকবাল (২৫) এবং আব্দুর রহমান (৩০) নামে দু’জন ভাড়াটিয়া দগ্ধ হয়। আগুনে ওই বাড়িটির ২২টি কক্ষ ও মালামাল পুড়ে গেছে বলে জানায় ফায়ার সার্ভিস। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

আহত মোঃ ইকবাল হোসেন ও আব্দুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন