ভোক্তা অধিকার আইন : দস্তগীর হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম : অস্বাস্থ্যকর প‌রি‌বে‌শে খাদ্যপণ্য উৎপাদন, কাঁচা মাছ-মাং‌সের সাথে অর্ধরান্না খাবার সংরক্ষণ করার অপরাধে নগরীর কোতোয়ালী থানার মোমিন রোডের দস্তগীর হোটেলকে ৩০ হাজার টাকার জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী প‌রিচালক বিকাশ চন্দ্র দাস মঙ্গলবার (২৯ মে) তদার‌কিমূলক কার্যক্রম পরিচালনার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করেন।

এছাড়া অ‌ধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার কর্তৃক বন্দর থানাধীন সল্টগোলা রেল ক্রসিং এলাকায় তদার‌কিমূলক কার্যক্রম প‌রিচা‌লিত হয়।

মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হক জেনারেল স্টোরকে ৪ হাজার, ক্যাফে শুক্কুরকে নোংরা প‌রি‌বে‌শে ইফতার সাম‌গ্রী তৈরি করায় ২০ হাজার এবং ক্যাফে আল আজমিরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন