কয়লাভিত্তিক প্রকল্পে ডয়েচে ব্যাংকের অর্থায়ন বন্ধ

কয়লাভিত্তিক প্রকল্পে অর্থায়ন বন্ধ করবে ডয়েচে ব্যাংক। প্রতীকী ছবি।

কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং সব ধরনের কয়লা প্রকল্পে অর্থায়ন বন্ধ করার ঘোষণা দিয়েছে জার্মান ব্যাংকিং জায়ান্ট ডয়েচে ব্যাংক। বৈশ্বিক উষ্ণতা কমাতে প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষরকারী প্রতিষ্ঠানটি সম্পতি তাদের নতুন এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। খবর : এএফপি

ডয়েচে ব্যাংকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ডয়েচে ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো কয়লা খনিতে নতুন করে অর্থায়নের বিষয়ে অনুমোদন দেবে না। একই সঙ্গে প্রতিষ্ঠানটি নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেও অর্থায়ন করবে না। এতে আরো বলা হয়, বর্তমানে যেসব কয়লাভিত্তিক প্রকল্পে ডয়েচে ব্যাংক বিনিয়োগ করেছে, ধীরে ধীরে তা কমিয়ে আনা হবে।

ঋণদাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির গত বছরের প্যারিস জলবায়ু সম্মেলনের অঙ্গীকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ। সে সময় অন্যান্য আরো ৪০০টি সরকারি ও বেসরকারি কোম্পানি বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় অঙ্গীকার করে। এছাড়া ১৯২টি দেশ প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করেছে। এটি বিশ্বের প্রথম সর্বজনীন জলবায়ু চুক্তি।

শেয়ার করুন