পানছড়িতে বিদেশী অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক

খাগড়াছড়ির পানছড়িতে বিদেশী অস্ত্রসহ অংগ্যজায় মারমা (৩০) নামে ইউপিডিএফ (প্রসীত খীসা) সমর্থীত এক কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (৩১ মে) দুপুরে উপজেলার পুজগাং মুখ এলাকা থেকে তাকে আটক করা হয়।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিক্তিতে পানছড়ি সাব জোনের অধিনায়ক মেজর মোঃ সোহেল আলম এর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল দীর্ঘ দুইঘন্টা ধরে উপজেলার পুজগাং মুখ মিলনপুর বৌদ্ধ মন্দির এলাকায় অভিযান চালিয়ে ইউএসএ’র তৈরি একটি বিদেশী পিস্তল ৪ রাউন্ড গুলি ও নগদ ৩০ হাজার ৪শত ১৫ টাকাসহ পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের বাসিন্দা রেম্রাচাই কার্বারীর ছেলে, অংগ্যজায় মারমাকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে পাহাড়ে, অবৈধ ভাবে অস্ত্র কেনা-বেচার সাথে জড়িত বলেও সূত্রটি জানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান,যৌথ বাহিনীর হাতে আটক ব্যক্তির বিরুদ্ধে পানছড়ি থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রনসহ জেলার আইনশৃংখলা স্বাভাবিক রাখতে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চলছে বলে জানান, পুলিশ সুপার আলী আহম্মেদ খান।

শেয়ার করুন